Frequently Asked Questions about VIP Procection

১. এসবি পাশ কখন/কাদের প্রয়োজন হয়?

ভিভিআইপি অনুষ্ঠানে(মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত থাকেন) অংশগ্রহণের জন্য এসবি পাশ প্রয়োজন হয়। যারা ভিভিআইপি এর সন্নিকটে অবস্থান করবেন/করার সম্ভাবনা রয়েছে তাদের জন্য এসবি পাশ প্রয়োজন।

২. এসবি পাশ প্রত্যাশিদের কি কি তথ্য প্রয়োজন?

এসবি পাশ প্রত্যাশির বাংলা ও ইংরেজীতে নিজ নাম, পদবী, জম্ম তারিখ, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর (বিদেশী নাগরিক হলে পাসপোর্ট নম্বর) ইত্যাদি সম্বলিত তথ্য আয়োজক সংস্থার দায়িত্ব প্রাপ্ত অফিসার কর্তৃক ফরোয়ার্ডিং সহ বিশেষ পুলিশ সুপার(ভিআইপি প্রটেকশন), এসবি, ঢাকা বরাবর পত্র প্রেরণ করতে হবে।

৩. এসবি পাশ ইস্যুর ক্ষেত্রে কোন ছবি দিতে হবে? দিলে ছবির সাইজ কেমন হবে?

হঁ্যা, সদ্য তোলা ০২(দুই) কপি রঙ্গিন ছবি দিতে হবে। ছবির সাইজ দৈর্ঘ্য ৭.৫ সেমি প্রস্থ ৬ সেমি।

৪. প্রোগ্রাম শেষে ইস্যুকৃত পাশ কি জমা দিতে হবে?

হঁ্যা, প্রোগ্রাম শেষে ইস্যুকৃত কতৃর্পক্ষের নিকট(ভিআইপি প্রটেকশন, এসবি, ঢাকা) পাশ জমা দিতে হবে।

৫. প্রোগ্রাম এর কতোদিন পূর্বে ডিউটি পাশ চাহিদাপত্র প্রেরণ করতে হবে?

ভিভিআইপি প্রোগ্রাম শুরু হওয়ার ০৫(পাঁচ) কার্যদিবস এর পূর্বে বিশেষ পুলিশ সুপার(ভিআইপি প্রটেকশন), এসবি, ঢাকা বরাবর পাশ চাহিদাপত্রের নামের তালিকায় ০১(এক) কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করে তালিকা প্রেরণ করতে হবে।

৬. এসবি পাশ হারিয়ে গেলে করোনীয় কি?

পাশ হারানো বিষয়টি লোকাল থানায় জিডি করে জিডি কপি পাশ ইস্যুকৃত কতৃপক্ষের নিকট জমা দিতে হবে।

৭. এসবি পাশ কোন অফিস হতে সংগ্রহ করতে হয়।

ঢাকা মেট্রোর ভিতরে ভিভিআইপি অনুষ্ঠানের জন্য এসবি, মালিবাগ ঢাকা এবং ঢাকার বাইরের ভিভিআইপি অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট জেলার ডিএসবি থেকে পাশ ইস্যু করা হয়।

৮. ভিআইপি অনুষ্ঠানের অতিথি তালিকা (Guest list) কতদিন পূর্বে প্রেরণ করতে হয়?

ভিআইপি অনুষ্ঠানের ০৫(পাঁচ) কার্যদিবস পূর্বে অতিথি তালিকা (Guest list) প্রেরণ করতে হয়।

৯. অতিথি তালিকায় (Guest list) কি কি তথ্য থাকা প্রয়োজন?

অতিথিদের বাংলা ও ইংরেজীতে নিজ নাম, পদবী, জম্ম তারিখ, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর (বিদেশী নাগরিক হলে পাসপোর্ট নম্বর) ইত্যাদি সম্বলিত তথ্য আয়োজক সংস্থার দায়িত্ব প্রাপ্ত অফিসার কর্তৃক ফরোয়ার্ডিং সহ বিশেষ পুলিশ সুপার(ভিআইপি প্রটেকশন), এসবি, ঢাকা বরাবর পত্র প্রেরণ করতে হবে।

© Special Branch, Bangladesh Police. All Rights Reserved.

Developed by SB Programmers