Frequently Asked Questions about Immigration

১. কাজের ভিসায় বিদেশ ভ্রমণে কি কি ডকুমেন্ট প্রয়োজন ?

কাজের ভিসায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট, কাজের ভিসা, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো হতে ইস্যুকৃত বিএমইটি কার্ড প্রয়োজন।

২.কোন বিদেশী সরকার বা আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থার চাকুরীর জন্য বিদেশে গমনকারীদের বিএমইটি কার্ড প্রয়োজন হবে কি ?

না।

৩. ভারত ও পাকিস্তানের নাগরিক বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে কি ?

ভারতীয় নাগরিকগণ ১৮০ দিনের ভিসা নিয়ে বাংলাদেশে আগমন করলে ১৪ দিনের মধ্যে রেজিষ্টেশন করতে হবে এবং পাকিস্তানী নাগরিকগণ ৯০ দিনের ভিসা নিয়ে বাংলাদেশে আগমন করলে ০৭ দিনের মধ্যে রেজিষ্টেশন করতে হবে।

৪. বাংলাদেশে গমনাগমনের সময় ED (Embarkation/Disembarkation Card) পূরণ করতে হয় কি ?

বিদেশী নাগরিকদের ক্ষেত্রে আগমনী/বহির্গমনে ইডিকার্ড পূরণ করতে হয়। বাংলাদেশী যাত্রীদের আগমন/বহির্গমনে কোন ইডিকার্ড পূরণ করার প্রয়োজনীয়তা নেই।

৫. বাংলাদেশী নাগরিক বিদেশ হতে পাসপোর্ট ছাড়া দেশে আসার উপায় কি ?

কোন বাংলাদেশী নাগরিক বিদেশে অবস্থান কালে তার পাসপোর্ট হারিয়ে গেলে অথবা মেয়াদ উত্তীর্ণ হলে উক্ত নাগরিককে জরুরী ভিত্তিতে দেশে আসতে হলে উক্তদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাস হতে Travel permit (TP) নিয়ে দেশে আসতে পারবেন।

৬. ভ্রমণের উদ্দেশ্য (Purpose of Visit) কি হলে Visa On Arrival প্রদান করা যাবে ?

বিদ্যমান পরিপত্র অনুযায়ী আগমনী ভিসা প্রাধিকারভূক্ত দেশসমূহ হতে আগত ব্যবসা—বিনিয়োগ, পর্যটন ও সরকারী কাজে আগমনী ভিসা প্রদান করা যাবে।

৭. Visa On Arrival কত দিনের জন্য প্রদান করা হয় ?

ভিসা অন এ্যারাইভাল এর মেয়াদ সবোর্চ্চ ৩০ দিন (Single Entry).

৮. ভিসার মেয়াদ শেষ হলে প্রতি দিনের জন্য কত টাকা ফি জমা দিতে হয় এবং কত দিন পর্যন্ত অতিবাস (Overstay) ফি জমা দেয়া যায় ?

স্মারক নং—স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন—২/১পি—৭/২০০৬/৫১৫, তারিখ— ০৪/০৪/২০০৭ খ্রিঃ মোতাবেক পরিপত্র অনুসরণ করা যেতে পারে

বাংলাদেশে Land & Seaport এর তালিকা ?

ল্যান্ড এন্ড সী পোর্টস (ওয়েস্ট) এর চেক পোস্ট সমূহের নাম— (১) ভোমরা ইমিঃ চেকপোষ্ট, সাতক্ষিরা, (২) বেনাপোল ইমিঃ চেকপোষ্ট যশোর, (৩) বেনাপোল রেলওয়ে ইমিঃ চেকপোষ্ট, যশোর, (৪) দর্শনা স্থল বন্দর ইমিঃ চেকপোষ্ট, চুয়াডাঙ্গা, (৫) সোনা মসজিদ ইমিঃ চেকপোষ্ট, চাপাই নবাবগঞ্জ, (৬) হিলি স্থল বন্দর ইমিঃ চেকপোষ্ট, দিনাজপুর, (৭) বিরল স্থল বন্দর ইমিঃ চেকপোষ্ট, দিনাজপুর, (৮) বাংলাবান্দ ইমিঃ চেকপোষ্ট, পঞ্চগড়, (৯) বুড়িমারি ইমিঃ চেকপোষ্ট, লালমনির হাট, (১০) রৌমারি স্থল বন্দর ইমিঃ চেকপোষ্ট, কুড়িগ্রাম, (১১) মংলা সমুদ্র বন্দর ইমিঃ চেকপোষ্ট, বাগেরহাট, (১২) পায়রা সমুদ্র বন্দর ইমিঃ চেকপোষ্ট, পটুয়াখালী (ইমিগ্রেশন কার্যক্রম মংলা সীপোর্ট দ্বারা পরিচারিত হচ্ছে), (১৩) আংটিহারা নদী বন্দর ইমিঃ চেকপোষ্ট, খুলনা, (১৪) চিলমারী নদী বন্দর ইমিঃ চেকপোষ্ট, কুড়িগ্রাম, (১৫) চিলাহাটি রেলওয়ে ইমিগ্রেশন চেকপোষ্ট নীলফামারী।
ল্যান্ড এন্ড সী পোর্টস (ইস্ট) এর চেক পোস্ট সমূহের নাম— (১) নাকুগাঁও পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, শেরপুর, (২) তামাবিল পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, সিলেট, (৩) জকিগঞ্জ পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, সিলেট, (৪) শেওলা পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, সিলেট, (৫) চাতলাপুর পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, মৌলভীবাজার, (৬) জুরি বটুলী পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, মৌলভীবাজার, (৭) কুরমাঘাট পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, মৌলভীবাজার, (৮) বাল্লা পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, হবিগঞ্জ, (৯) আখাউড়া পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, বি—বাড়ীয়া, (১০) বিবির বাজার পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, কুমিল্লা, (১১) বিলোনিয়া পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, ফেনী, (১২) টেকনাফ পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, কক্সবাজার, (১৩) চট্রগ্রাম সী—পোর্ট পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, চট্রগ্রাম, (১৪) ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট, ঢাকা।

১০.বিদেশী Seaman/Crew এর জন্য Visa on Arrival পেতে করণীয় কি ?

Seaman/Crew যাত্রীগণ ৩ দিনের জন্য বিনা ফিতে Visa on Arrival পান।

১১. NVR (No Visa Required for Travel to Bangladesh) এর মেয়াদ কত দিন বহাল থাকে ?

পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে NVR এর মেয়াদ ততদিন থাকবে।

১২.চাকুরী প্রত্যাশিদের ক্ষেত্রে ট্যুরিষ্ট ভিসা প্রযোজ্য হবে কি না ?

না।

১৩.Visa on Arrival এর Visa Fee কত ডলার ?

৫০ ডলার।

১৪.কোন কোন দেশ Visa On Arrival পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত ?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন—২ অধিশাখা এর স্মারক নং—৪৪.০০.০০০০.০৩৯.১৯.০০১.১২.১৪০৯, তারিখ— ১৫/০৯/২০১৬ খ্রিঃ মোতাবেক পরিপত্র অনুসরণ করা যেতে পারে।

© Special Branch, Bangladesh Police. All Rights Reserved.

Developed by SB Programmers